
সমকামী মনোভাবের অভিযোগে আহমাদ আবু মারহিয়া নামের এক ফিলিস্তিনী যুবকের শিরোচ্ছেদ করা হয়েছে।
দেশটির পশ্চিম তীর অঞ্চলের হেবরন শহর থেকে উদ্ধার করা হয়েছে তার মরদেহ।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। আবু মারহিয়ার পরিবার থেকেও নির্দিষ্ট কারো বিরুদ্ধে অভিযোগ করা হয়নি।
বিবিসির প্রতিবেদনে বলছে, পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দা আহমাদ আবু মারহিয়া গত দুই বছর আগেই পরিবার পরিজন ছেড়ে ইসরায়েলে পাড়ি জমান এবং সেখানকার সমকামীদের আশ্রয়ে থাকা শুরু করেন।
হেবরনে থাকাকালে বিভিন্ন মাধ্যম থেকে টানা হুমকি আসার কারণেই ইসরায়েলে গিয়েছিলেন। সেখানকার সমকামী অধিকার আন্দোলনেও যোগ দেন তিনি।
প্রাণনাশের হুমকি থাকা সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে ও কাজের সূত্রে প্রায়ই হেবরন যেতেন আবু মারহিয়া। কদিন আগে তিনি ইসরায়েল থেকে হেবরনের উদ্দেশে রওনা হন। তার পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ফিলিস্তিনে তার প্রতি শোক প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের বেতার সংবাদমাধ্যম কারামা রেডিওর এক প্রতিবেদনে আহামাদ আবু মারহিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে বলা হয়েছে, ‘এই ঘটনা আমাদের সমাজ, মূল্যবোধ, প্রথা ও মৌলিক মনুষ্যত্ত্বের সকল রেড লাইন অতিক্রম করে গিয়েছে।’
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours