
ফটিকছড়ির নাজিরহাট পৌরসভা নিজ কর্মস্থলে যাওয়ার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে ৫০ বছর বয়সী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল ৮ টার দিকে নাজিরহাট পৌরসভার সুয়াবিল টেকের দোকান এলাকায় চলন্ত মোরটসাইকেলে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী খোরশেদ আলম খোরশেদুল নাজিরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুয়াবিল চুরঁখা হাটের মাওলানা কাসেমের ছেলে এবং নাজিরহাট জননী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক।
জননী ডায়াগনস্টিকের চেয়ারম্যান ও নাজিরহাট পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী বলেন, খোরশেদুল আলম সকালে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে সুয়াবিল টেকের দোকান এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হঠাৎ পড়ে যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন পশ্চিম সুয়াবিল গ্রামের চুঁরখাহাট এলাকার বাসিন্দা নাজিরহাট জননী ডায়াগনস্টিকের পরিচালক আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট পৌর মেয়র সিরাজ-উদ দৌলা খবর বাংলারকে বলেন, সকালে নিজে মোটরসাইকেল চালিয়ে নাজিরহাট কর্মস্থলে যাওয়ার সময় সামনে একটি কুকুর পড়লে গাড়ি ব্রেক করলে নিচে পড়ে যান। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হৃদক্রিয়া বন্ধে তার মৃত্যু হয় বলে কর্তব্য চিকিৎক জানান।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours