
আগামী তিন দিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন থাকবে না।
একই সাথে শনিবার (৮ অক্টোবর) দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগ ছাড়া সারা দেশে তেমন বৃষ্টিপাত হয়নি। এ সময় সিলেটে সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে শ্রীমঙ্গলে এক মিলিমিটার এবং তেঁতুলিয়া দুই মিলিমিটার বৃষ্টিপাতের খবর দিয়েছে আবহাওয়া অধিদফতর।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী এবং যশোরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
                         
                 
                                     
                                     
                                     
                             
                             
                             
                                                         
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                
+ There are no comments
Add yours