
সুমন পল্লব হাটহাজারী,চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার শিকদারটেক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলিসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব-৭, হাটহাজারী ক্যাম্প এর সুত্রে জানা যায়,চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার শিকদারটেক মোড় এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৫ অক্টেবর বৃহস্পতিবার র্যাব-৭ একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি আকাশ দাশ (২৫), পিতা- মৃত খোকন দাশ, সাং- পশ্চিম গুজরা, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম এবং। মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা- মৃত হাজী মোহাম্মদ ইসলাম, সাং- মধ্যম গোসাইল ডাঙ্গা, থানা- বন্দর, জেলা- চট্টগ্রাম মহানগরদের’কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের দেহ তল্লাশী করে ০১ নং আসামীর কোমরে গুজানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামিদের’কে গ্রেফতার করা হয়।
র্যাব ৭ এর সিপিসি -২ ক্যাম্পের অধিনায়ক মেজর মুশফিক জানান, উপজেলার শিকদারটেক মোড় এলাকায় পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের জন্য অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি।উক্ত স্থান থেকে অস্ত্রসহ গ্রেফতার করি।গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।
+ There are no comments
Add yours