পটিয়ায় বৃহত্তর জশনে জুলুস অনুষ্ঠিত

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের পটিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করছেন বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা। দিনটি পালন করতে দেশব্যাপী নানা আয়োজন করেছে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হাজার হাজার মানুষের অংশগ্রহণ, হামদ-নাত আর দরুদে মুখর পরিবেশে পটিয়া অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী জশনে জুলুস।

আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে মাদরাসা মিলনায়তনে থেকে জুলুস শুরু হয়। মাদরাসার মাঠ পেরিয়ে পটিয়া সড়কে আসার পরই জনসমুদ্রে পরিণত হয় জুলুসটি।

পুনরায় শাহচান্দ আউলিয়া কামিল ( সুন্নিয়া) মাদরাসার মাঠে পৌঁছে জুলুস শেষ হয়। জশনে জুলুসটি সার্বিক তত্বাবধানে বিশেষ ভুমিকা পালন করেন, শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন যুন-নুরাইন ছাত্র ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দরা।

জশনে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাচিত মেয়র আইয়ুব বাবুল, জুলুস পরিচালনা কমিটির সভাপতি ও অত্র মাদ্রাসার অধ্যক্ষ মুখতার আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, মওলানা কুতুব উদ্দিন শাহনুরী, মওলানা আব্দুল আজিজ, মওলানা হাফেজ আহমদ আল কাদেরী,হাফেজ বোরহান উদ্দিন , মোজাফফর আহমদ, মোঃ নজরুল ইসলাম, মওলানা আকবর হোসাইন খতিবী, মওলানা আবুল কাসেম নুরী প্রমুখ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours