ইউক্রেনে নতুন জেনারেল নিয়োগ রাশিয়ার

Estimated read time 1 min read
Ad1

যুদ্ধক্ষেত্রে একের পর এক সামরিক বিপর্যয় ঘিরে সামরিক নেতৃত্ব নিয়ে সমালোচনার মুখে ইউক্রেন যুদ্ধে নতুন এক জেনারেল নিয়োগ দিয়েছে রাশিয়া।

শনিবার ক্রিমিয়া উপদ্বীপের সাথে সংযুক্ত রাশিয়ার একমাত্র সেতুতে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি-ক্ষয়ক্ষতির পর এই সেনা জেনারেল নিয়োগ করা হয়েছে।

ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের এলাকায় জয়েন্ট গ্রুপিং অব ফোর্সের কমান্ডার হিসাবে জেনারেল সের্গেই সুরোভিকিনকে নিয়োগ করা হয়েছে।

নতুন নিয়োগকৃত জেনারেল সের্গেই সুরোভিকিনের (৫৫) জন্ম সাইবেরিয়া অঞ্চলের নোভোসিবিরস্ক এলাকায়। নব্বইয়ের দশকের তাজিকিস্তান, চেচনিয়াসহ অন্যান্য যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার।

সর্বশেষ ২০১৫ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে সিরীয় ভূখণ্ডে নিযুক্ত ছিলেন তিনি।

গত জুলাইয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনে নিযুক্ত রাশিয়ার সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল সের্গেই সুরোভিকিন। তবে তার পূর্বসূরির নাম কখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

ইউক্রেন যুদ্ধে একের পর এক পরাজয় ঘিরে মস্কো অনেকটা অস্বাভাবিকভাবে সেখানে নতুন জেনারেল নিয়োগের এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে।

রাশিয়ান সৈন্যরা দক্ষিণ খেরসন অঞ্চলের পাশাপাশি পূর্ব ইউক্রেনের লাইমান এলাকার নিয়ন্ত্রণও হারিয়েছে। যুদ্ধক্ষেত্রের এই বিপর্যয়ের কারণে রাশিয়ার সামরিক নেতৃত্ব নিয়ে সমালোচনা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে চেচেন নেতা রমজান কাদিরভ রাশিয়ার একজন শীর্ষ জেনারেলকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা আন্দ্রেই কার্তাপোলভ সামরিক কর্মকর্তাদের যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে ‘মিথ্যা বলা’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours