আজ রোববার ত্রিদেশীয় সিরিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই সাকিব আল হাসান গড়লেন অনন্য এক রেকর্ড। সাকিব হয়ে গেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক।
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের ক্যারিয়ার দাঁড়িয়েছে এখন ১৫ বছর ৩১৬ দিনের। এর সাথে সাকিব টপকেছেন স্বদেশী মুশফিকুর রহিম ও ভারতের উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিককে।
এর আগে লম্বা টি-টোয়েন্টি ক্যারিয়ারের রেকর্ডটি ছিল ভারতের কার্তিকের হাতে। বর্তমানে ভারতীয় এই ব্যাটারের টি-টোয়েন্টি ক্যারিয়ারের বয়স ১৫ বছর ৩০৭ দিনের।
তালিকার তিন নম্বরে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানানো বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার ক্যারিয়ারের বয়স ছিল ১৫ বছর ২৭৭ দিন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ রোববার হেগলি ওভালে সাকিব টস করতে নেমে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন।
নাম লেখালেন টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড। মুশফিক ২৩ বার দলকে নেতৃত্ব দিয়েছেন।
+ There are no comments
Add yours