আরেকটি হতাশার হার বাংলাদেশের

Estimated read time 0 min read
Ad1

১৩৭ রানের পুঁজি নিয়ে জিততে হলে যা করতে হতো বল হাতে, সেটা হয়নি। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল হার পেলো বাংলাদেশ।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই মেহেদি হাসান মিরাজ ফিরেছিলেন টিম সাউদির শিকার হয়ে।

এরপর তিনে আসেন লিটন, তবে শেষ কিছুদিনের ছন্দটা এদিন যেন তার ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল আজ। ১৬ বলে ১৫ রানের ইনিংস খেলে মাইকেল ব্রেসওয়েলকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরার আগে হাঁসফাঁস করেছেন প্রায় পুরোটা সময় ধরেই।

সাকিব খেলবেন চারে, এমন একটা কথা শোনা যাচ্ছিল বেশ, তবে আজ সাকিব নেমেছেন সাতে। তার আগে একে একে উইকেটে গিয়েছেন আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন আর ইয়াসির আলী। আফিফ বাদে দুই অঙ্কে যেতে পারেননি একজনও। ৯৩ ছোঁয়া স্ট্রাইক রেটটা হিসেবে আনলে আফিফকেও মোটাদাগে ব্যর্থই বলা চলে।

ইনিংসের চতুর্থ ওভারে ফিন অ্যালেনকে আউট করেন শরিফুল। আরেকটু হলে ম্যাচের শেষ উইকেট বানিয়ে দিচ্ছিল ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে কেন উইলিয়ামসনের জুটি। দুই জনের এই জুটিতে ৬৬ বলে নিউজিল্যান্ড তোলে ৮৫ রান।

২৯ বলে ৩০ রান করা উইলিয়াম যখন হাসান মাহমুদের শিকার হয়ে ফিরছেন, তখন কিউইদের প্রয়োজন ছিল ৩০ বলে ২৯ রান।

স্বাগতিকরা আর কোনো ভুলচুক করেনি, পরের ১৭ বলেই তুলে ফেলেছে ৩৩ রান। তাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের গ্লানি কাটিয়ে জয়ে ফেরে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ ডোবে ৮ উইকেটে হারের বিষাদে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours