চলমান ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষে প্রেজেন্টেশন প্রদানকালে উপস্থাপকের কণ্ঠে সাকিবের জাতীয়তা বদলে যাওয়া দেখে অনেকেই ধাক্কা খেয়েছেন ।
প্রেজেন্টেশনের মঞ্চে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিবকে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বলে পরিচয় করিয়ে দিলেন উপস্থাপক ক্রেইগ ম্যাকমিলান।
নিউজিল্যান্ডের কিংবদন্তী ব্যাটার ক্রেইগ ম্যাকমিলান অবসরের পর এখন কোচ ও ধারাভাষ্যকার। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও তিনি আছেন ধারাভাষ্যের দায়িত্বে।
রোববার (৯ অক্টোবর) বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শেষে প্রেজেন্টেশনের মঞ্চে আসেন তিনি উপস্থাপক হিসেবে।
উপস্থাপনার সময় পরাজিত দল বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক টাইগারদের পোস্টার বয় সাকিব আল হাসানকে পরিচয় করে দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে আছেন পাকিস্তানের অধিনায়ক সাকিব আল হাসান।’
যা জন্ম দিয়েছে হাস্যরসের। পরবর্তীতে ভুল অবশ্য শুধরে নিলেন নিউজিল্যান্ডের হয়ে ৫৫ টেস্ট ও ১৯৭ ওয়ানডে খেলা ম্যাকমিলান।
প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবারও হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ১৩৭ রান। জবাবে ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই অনায়াসে জিতে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।
+ There are no comments
Add yours