ব্রাহ্মণবাড়িয়ায় একসাথে চার সন্তান প্রসব করেছেন রিপা বেগম (২৩) নামে এক প্রসূতি। মা রিপার চার নবজাতকের মধ্যে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
সোমবার (১০ অক্টোবর) রাতে জেলা শহরের জেলরোডে লাইফ কেয়ার শিশু ও জেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানার তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি।
গাইনি ও প্রসূতি বিদ্যা বিশেষজ্ঞ চিকিৎসক শারমিন সুলতানা জানান, এর আগে তার একটি শিশু প্রসবের সময় মারা যায়। এরপর থেকেই তিনি আমার তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। গর্ভবতী অবস্থায় তার করোনা পজিটিভ হয়েছিল।
পজিটিভ হওয়ার পর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি। আল্লাহর রহমতে সে করোনা নেগেটিভ হয়। পরে নিয়মিত চিকিৎসা চালিয়ে যান। রোগীর পরিবারের সদস্য আমার কথা শুনেছেন।
প্রথমে তাকে নরমালভাবে প্রসবের চেষ্টা করা হয়। নরমালে সে একটি শিশু প্রসব করার পর তার আর লেভার পেইন বাড়েনি। পরে সিজারিয়ান অপারেশন করে তিনটি শিশুকে প্রসব করা হয়। আল্ট্রাসনোগ্রাফিতে এসেছিল গর্ভে ৩টি শিশু, কিন্তু আমার ধারণা ছিল ৪টি হবে। অবশেষে আল্লাহর রহমতে তাই হলো। মা ও শিশুরা ভালো আছে।
+ There are no comments
Add yours