ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানিয়ে জাতিসংঘে ভোটের মাধ্যমে একটি রেজ্যুলেশন মঙ্গলবার (১১ অক্টোবর) আসতে পারে।
সে ভোটে বাংলাদেশের অবস্থান প্রকাশ করেননি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা পক্ষে, বিপক্ষে বা ভোট থেকে বিরত থাকব কি-না সেটি এখনই আমি বলব না।
মঙ্গলবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন পর্যন্ত আমরা ভোটগুলো অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দিয়েছি। যদি ভোট হয় তাহলে আমরা বিচক্ষণতার সঙ্গে দেব।
যে ধরনের পরিস্থিতি তৈরি হোক, সেগুলোতে যদি যুদ্ধ বন্ধ করার ইঙ্গিত দিতে পারে, আলোচনার সুযোগ তৈরি করতে পারে; তাহলে আমরা খুব খুশি হব।
তিনি জানান, আমাদের অবস্থান পরিষ্কার। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এবং একটি সমঝোতার মাধ্যমে এর সমাধান হয়। যুদ্ধের ফলে পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের সমস্যা হচ্ছে। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লাই চেইনে সংকট তৈরি হয়েছে। এজন্য আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যুদ্ধ চাই না।
+ There are no comments
Add yours