রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মন্দার ঝুঁকিতে বিশ্ব

Estimated read time 1 min read
Ad1

বিশ্বব্যাপী বেড়েই চলছে মন্দার ঝুঁকি। পরবর্তী দুই অর্থবছরে মন্দার কবলে পড়বে এক-তৃতীয়াংশ বিশ্ব অর্থনীতি। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।

প্রায় তিন বছর পর স্বশরীরে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।

সোমবার (১০ অক্টোবর) থেকে শুরু হওয়া ৭ দিনের এ বৈঠকে অংশ নিতে সদস্যভূক্ত ১৮৮টি দেশ থেকে আসা প্রতিনিধিদের আগ্রহ ছিল দেখার মতো। রেজিস্ট্রেশন বুথের সামনে দেখা যায় অংশগ্রহণকারীদের দীর্ঘ অপেক্ষা।

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতকে ‘জ্ঞানহীন যুদ্ধ’ আখ্যা দিয়ে বিশ্বব্যাংক ও আইএমএফ বলছে, উন্নয়নশীল অনেক দেশই হয়তো সময়মতো ঋণের কিস্তি শোধ করতে পারবে না। কিন্তু ঋণ পরিশোধের পূর্ণ সামর্থ্য আছে ঢাকার। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, আগামী বছর বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি বাড়ছে। আমরা হিসেব করে দেখেছি, অন্তত দুই অর্থবছর খারাপ সময় যাবে এক-তৃতীয়াংশ বিশ্ব অর্থনীতির। এই মন্দাভাবের কারণে এখন থেকে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব ৪ ট্রিলিয়ন ডলার হারাবে, যা জার্মানির জিডিপির সমান। করোনা পরিস্থিতির কারণে বাজারে যোগানের ঘাটতি ও রুশ-ইউক্রেন যুদ্ধের ফসল এই মন্দা। এতে অনিয়ন্ত্রিতভাবে খাদ্য পণ্যের দাম বেড়েছে। বিপরীতে আর্থিক সংকটে ভুগছে প্রতিটি দেশই।

স্বল্প সুদে সহজ শর্তের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স-আইডিএ ঋণের ওপর নির্ভরশীল উন্নয়নশীল দেশগুলোর অবস্থা ভেবে শঙ্কিত বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নিচ্ছে এবারের বার্ষিক সম্মেলনে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours