কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

Estimated read time 1 min read
Ad1

ফটিকছড়ি পৌরসভার খাজা গাউছিয়া(আন্ডা) মার্কেটে এলাকায় উঠতি বয়সী তরুণদের বিবাদমান দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শনিবার রাত পৌনে ১০টায় এ ঘটনা ঘটেছে। তবে ফটিকছড়ি থানা পুলিশ কিংবা স্থানীয় জনপ্রতিনিধি কেউ ঘটনার বিয়ষটি জানাতে অপারগতা প্রকাশ করেন। আহত সবার বয়স ১৮ থেকে ১৯ বছর বয়সী।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, দুই গ্রুপই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত, শনিবার রাত আনুমানিক পৌনে ১০টার সময় ফটিকছড়ি পৌরসভার আন্ডা মার্কেট এলাকায় বিবাদমান দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে লাঠিসোটা নিয়ে মারামরিতে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয় তাদেরকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ো যাওয়া হয়। তবে কি নিয়ে তাদের বিরোধ বেঁধেছে তা জানা যায়নি।

নাজিরহাটস্থ ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, রাত দশটার পরে একে একে আহত ৫ তরুণকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

যাদেরকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে তারা হলেন, ফটিকছড়ির ধুরুং এলাকার ফয়েজ আহমদের ছেলে মো. শামীম (১৮), জয়নাল আবেদিনের ছেলে মো. শাওন (১৮), মোহাম্মদ ইয়াকুবের ছেলে আরমান উদ্দিন ও সাদেক নগরের আহমেদ উল্লার ছেলে আবদুল রহিম (১৯)।

এছাড়া আরাফাত উদ্দিন নামে আরো এক তরুণ আহত হয়েছে। তাকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ ইবনে আনোয়ার জানান, তিনি এ ধরনের কোন ঘটনা শুনেনি কিংবা কেউ অভিযোগ নিয়েও আসেনি।

তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বেলাল উদ্দিনের সাথে যোগযোগ করা হলে তিনি বলেন- আমি এ বিষয়ে কিছুই জানিনা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours