সুপার সাইক্লোন ‘সিত্রাং’ নিয়ে সর্বশেষ

Estimated read time 1 min read
Ad1

বঙ্গোপসাগরে চলতি মাসের মাঝামাঝি সময়ের দিকে সৃষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিবে।

পরে সেটি সুপার সাইক্লোন হিসেবে ঘণ্টায় সর্বোচ্চ ২১০ থেকে ২৫০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানতে পারে ।

কিন্তু আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে সাগরে লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকলেও সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা সুনির্দিষ্ট করে এখনও বলা সম্ভব নয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী ও আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে’ ব্রেকিং নিউজ ’ হিসেবে একটি পোস্টে প্রথম সুপার সাইক্লোনের আঘাতের সম্ভাবনা জানান ।

সেই পোস্টের বরাতে দেশের মূলধারার কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে । সেসব প্রতিবেদনের লিংকও নিজের ওয়ালে দিয়েছেন পলাশ । সোমবার সন্ধ্যা পর্যন্ত বিষয়টি নিয়ে তিনি আরও তিনটি পোস্ট দিয়েছেন ।

বাংলাদেশ সময় সোমবার বিকেল ৪টা ৫৮ মিনিটে দেয়া সবশেষ পোস্টে মোস্তফা কামাল পলাশ লেখেন( বাক্য ও বানান অপরিবর্তিত), “ আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস( ১০ই অক্টোবর দুপুর ১২টার মডেল রান) অনুসারে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভব্য ঘূর্ণিঝড় ‘ সিত্রাং ’ সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গের উপকূলে আঘাত হানার সম্ভাবনা নির্দেশ করতেছে সুপার সাইক্লোন হিসাবে । ঘূর্ণিঝড় আম্পানের স্থল ভাগে আঘাত হেনেছিল সর্বশেষ পূর্বাভাস অনুসারে সম্ভব্য ঘূর্ণিঝড় সিত্রাং প্রায় একই স্থানে আঘাত করার সম্ভাবনা নির্দেশ করতেছে আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল ।

“ঘূর্ণিঝড়টির কারণে সমুদ্র পৃষ্ঠের বায়ুচাপ ৯৪১ মিলিবার পর্যন্ত নেমে যেতে পারে সেই সাথে বাতাসের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ২১০ থেকে ২৫০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এই গতিবেগে উপকুলে আঘাত করলে ক্ষয়- ক্ষতির পরিমাণ ঠিক একই পরিমাণ হবে যেমনটি হয়েছিল ঘূর্ণিঝড় সিডর এর কারণে ২০০৭ সালে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোতে ।”

‘আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেল ’ হিসেবে পলাশ যে ওয়েবসাইটের তথ্য দিয়েছেন তার নাম ট্রপিকালটিডবিটস ডটকম । ড. লেভি কাওয়ান নামের একজন ‘ স্বাধীন আবহাওয়াবিদ ’ হিসেবে ব্যক্তিগতভাবে ওয়েবসাইটটি পরিচালনা করছেন ।

ওয়েবসাইটে ড. লেভি সম্পর্কে বলা হয়েছে, তিনি ২০০২ সাল থেকে ট্রপিক্যাল সাইক্লোন পর্যবেক্ষণ করছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি থেকে আবহাওয়াবিদ্যা নিয়ে পিএইচডি করেছেন তিনি ।

ওয়েবসাইটের ল্যান্ডিংপেজে বলা হয়েছে গত এক সপ্তাহে কোনো ব্লগ পোস্ট করা হয়নি । আটলান্টিক অঞ্চলে ট্রপিকাল সাইক্লোন সক্রিয় থাকার সময়ে সাধারণত নিয়মিত পোস্ট করা হয়।

তবে সাইটের ফোরকাস্ট মডেলস সেকশনে গিয়ে ‘ সুপার সাইক্লোন সিত্রাং ’ এর সম্ভাব্য গতিপথের অ্যানিমেশন দেখা গেছে।

আমেরিকান টেকজায়ান্ট আইবিএম- এর সহযোগী প্রতিষ্ঠান দ্য ওয়েদার চ্যানেলের ওয়েদার ডটকমে প্রকাশিত একটি নিবন্ধে ঘূর্ণিঝড় তৈরির আগেই এভাবে পূর্বাভাস দেয়ার মডেলের সীমাবদ্ধতা নিয়ে সতর্ক করা হয়েছে ।

যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী সামনে একটি লঘুচাপ তৈরি হতে পারে। তবে সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কিনা তা এখনও পরিষ্কার নয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে মৌসুমী বায়ুর সক্রিয় থাকার কথা । এর মধ্যে লঘুচাপ তৈরি হলেও মৌসুমী বায়ুর কারণে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারবে না। আর মৌসুমী বায়ুর সক্রিয়তা কেটে যাওয়ার পর সাগরে লঘুচাপ তৈরি হলেও ২০ অক্টোবরের মধ্যে সেটির ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া বা উপকূলে আঘাতের সম্ভাবনা বেশ কম ।

আবহাওয়ার বর্তমান অবস্থা কি?
দেশের তাপমাত্রা এখন কম জানিয়ে আবহাবিদ ওমর ফারুক বলেন, ‘ দেশে এখন গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের এর নিচে আছে । আগামী দুই- একদিন বৃষ্টি হতে পারে । তবে সেটি অনেক কম । ’

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours