মোংলায় ৬ দফা দাবিতে সমাবেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পৌর মেয়রের কাছে স্মারকলিপি দিয়েছে রিক্সা-ভ্যান,অটোরিকশা-ইজিবাইক শ্রমিকরা।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি:১০৪৮) এর আয়োজনে শহরের পৌর মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এদিকে কর্মসূচির কারণে শহরে অটোরিকশা/ ভ্যান বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। মোংলা পোর্ট পৌরসভা ভ্যান ও রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি:১০৪৮) এর সভাপতি ও বিশিষ্ট শ্রমিক নেতা শেখ ইদ্রিস আলী এর সভাপতিত্বে সমাবেশে পিস ফ্যাসিলিটেটর গ্রুফ (পিএফজি) মোংলার সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক মো. নূর আলম শেখসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতা বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, বর্তমান বাজার দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ গাড়ির যন্ত্রাংশের দাম বৃদ্ধি পেলেও সেই তুলনায় গাড়ি ভাড়া বাড়েনি। সকল রুটের গাড়ি ভাড়া বৃদ্ধির প্রয়োজন। পৌর এলাকায় সীমিত রাস্তা, রাস্তা অনুযায়ী গাড়ীর সংখ্যা অনেক বেশী, তাই অবৈধ টমটমগুলি শহরের বাহিরে রাখা হলে শহরের যানজট ও শব্দ দুষণ বন্ধ হবে। ব্যবসায়ীরা ফুটপাত দখল করায় জনগন ও গাড়ী একই রাস্তায় চলাচলের কারণে বিভিন্ন সময় দুর্ঘটনা ও যানজটের সৃষ্টি হয়।
পৌরসভা থেকে নির্দিষ্ট স্থানে সাইনবোর্ড স্থাপন না করায় যত্রতত্র গাড়ি পার্কিং করায় যানজট সৃষ্টি হচ্ছে। গাড়ির চালক মালিকদের সাথে সমন্বয় করে গাড়ি ভাড়ার চার্ট তৈরী করে প্রতিটা স্ট্যান্ডে বিলবোর্ড আকারে তৈরী করা প্রয়োজন।
সমাবেশে বিক্ষোভ মিছিল সহকারে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, চালক ও মালিক থেকে সহস্রাধীক শ্রমিক অংশ নেন। এদিকে, সমাবেশের কারণে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা সকাল থেকে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাতায়াতকারীরা।
দ্বিগুণ ভাড়া নেওয়া হয় বলেও অভিযোগ যাত্রীদের। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন শেষে শ্রমিকনেতারা পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান’র কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
+ There are no comments
Add yours