সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

Estimated read time 1 min read
Ad1

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর তিন দিনব্যাপি সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা ৯ তারিখ থেকে শুরু হয়ে আজ ১১ তারিখ মঙ্গলবার বিকালে সমাপ্ত হয়।

সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ- জোহরা, পিআইবির সিনিয়র প্রশিক্ষক শাহ্ শেখ মজলিশ ফুরাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মংচিংনু মারমা, সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোছাইন।

সমাপনী দিনে কর্মশালার প্রশিক্ষক ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি মহোদয় দক্ষিণ চট্টগ্রামের ৩৫জন সাংবাদিককে সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণের সনদ প্রদান করেন।

খবর বাংলা ২৪

নির্বাহী সম্পাদক, খবর বাংলা ২৪ ডট নেট

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours