জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও চীন।
বুধবার (১২ অক্টোবর) ঢাকায় নিযুক্ত ইইউ`র রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি ও চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান পৃথক বার্তায় অভিনন্দন জানিয়ে লিখেছেন, মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন। মানবাধিকারকে এগিয়ে নেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলো, মালদ্বীপ, ভিয়েতনাম এবং কিরগিজস্তান। ২০০৯ সাল থেকে ৪৭ সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ ৫ম বারের মতো নির্বাচিত হলো।
+ There are no comments
Add yours