ফটিকছড়িতে আলহাজ্ব হোসনে আরা-মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে প্রতিষ্ঠিত সৈয়দা মোশাররফজান বেগম (রহ.) নামে দাতব্য চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত এ সেবা কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন ফটিকছড়ি সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।
মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক দিদারুল আলম এমপি’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুহাম্মদ নাবিল চৌধুরী, হোসনে আরা – মঞ্জুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক নিজামুল আলম রাজু, সরোয়ার আলম, ফারুকুল আলম ও সাইফুল আলম।
উল্লেখ্য, মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারীর আম্মাজান সৈয়দা মোশাররফজান বেগম (রহ.) এর স্মরণে এ দাতব্য চিকিৎসালয়টি প্রতিষ্ঠা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এম. মঞ্জুরুল আলম। এতে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার গরীব দুঃস্থ ও অসহায় রোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হবে।
+ There are no comments
Add yours