গুণগত মান সনদ বা সিএম লাইসেন্স না নিয়ে পাউরুটি, বিস্কুট ও কেক জাতীয় পণ্যের মোড়কে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাতও করার অপরাধে নিউ শহিদ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর কমলাপুর এলাকায় বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের পরিচালনায় মোবাইল কোর্টের অভিযান করে এ জরিমানা করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে সিএম লাইসেন্স নবায়ন না করেই পাউরুটি, বিস্কুট ও কেক জাতীয় পণ্য অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করছে। অধিকাংশ পণ্য মোড়ক ছাড়া উৎপাদন, বিক্রি এবং বাজারজাতও করে যাচ্ছে। এ অপরাধে দক্ষিণ কমলাপুরের নিউ শহিদ বেকারী অ্যান্ড কনফেকশনারিকে ৫০ হাজার জরিমানা করা হয়।
একই দিন কমলাপুরের সিরাজগঞ্জ মিল্ক প্রোডাক্টস ও এজিবি কলোনি কাঁচাবাজারে খুশবু ওয়েল মিল নামের প্রতিষ্ঠানে অভিযানে প্রতিষ্ঠান দুটিতে বাজারজাতকরা বিভিন্ন পণ্যের মোড়কে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখ ও ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়।
+ There are no comments
Add yours