যশোর শহরের রাঙ্গমাটি গ্যারেজ নামে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে এ অস্ত্র কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। এ সময় অস্ত্র তৈরির তিন কারিগরকে আটক করা হয়েছে। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরি পাঁচটি নাইন এমএম পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও আটটি ম্যাগজিন।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে দোকান মালিক আব্দুল কুদ্দুস (৪২), ফারুক হোসেনের ছেলে সুমন হোসেন (২০) ও শহরের বেজপাড়া এলাকার এলাহী বক্সের ছেলে আজিজুল ইসলাম (৪০)।
জানা যায়, এ গ্যারেজের কারিগররা গ্রিল কাটা মেশিন, এবং বিছলি কাটা মেশিন তৈরি করতেন। দিন-রাত এ গ্যারেজে শ্রমিকরা পরিশ্রম করতেন। কিন্তু এর আড়ালে এখানে অস্ত্র তৈরি হতো সেটা বোঝার উপায় ছিল না।
ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার খবর বাংলাকে জানান, বিষয়টি নিয়ে আমরা আরও তদন্ত করব। আরও অস্ত্র তৈরি হয়েছিল কি-না বা এর সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে। আটক তিনজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। এ অস্ত্র তারা কোথায় বিক্রি করেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।
+ There are no comments
Add yours