নতুন মিডিয়া আইন অনুমোদন দিয়েছে তুরস্কের পার্লামেন্ট। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) অনুমোদন করা এই আইন অনুযায়ী, ‘ভুয়া খবর’ ছড়ানোর জন্য সাংবাদিক এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের তিন বছর পর্যন্ত জেল হতে পারে।
শুক্রবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
আইনে বলা হয়েছে, সামাজিক মাধ্যমে যিনি ভুয়া তথ্য দেবেন, তার ব্যক্তিগত সব তথ্য দিতে বাধ্য থাকবে সংশ্লিষ্ট সংস্থা। সাংবাদিক থেকে সাধারণ মানুয সবারই জেল হতে পারে। এএফপি বলছে, তুরস্কের সরকার সম্প্রতি সাপ্তাহিক ‘ডিসইনফরমেশন বুলেটিন’ প্রকাশ করা শুরু করেছে। যার উদ্দেশ্য ‘সঠিক এবং সত্য তথ্য’ দিয়ে মিথ্যা সংবাদকে মোকাবিলা করা।
ভুয়া তথ্য কাকে বলা হবে, সেই বিষয়টি বিলে স্পষ্ট করে বলা হয়নি বলে জানিয়েছে কাউন্সিল অব ইউরোপ। তাদের মতে, ২০২৩ সালের জুনে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এই আইন পাস করার অর্থ হলো, মানুষকে জেলের ভয় দেখানো এবং মানুষ যাতে নিজেরাই সমালোচনা থেকে বিরত থাকে তার ব্যবস্থা করা।
পার্লামেন্টে পাস হওয়ার পর বিলটি এখন প্রেসিডেন্টের অনুমোদনের জন্য গেছে। তিনি অনুমোদন দিলেই তা আইনে পরিণত হবে।
+ There are no comments
Add yours