লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিয়ে হাতীবান্ধা তেল পাম্প এলাকায় এ সংর্ঘষে পুলিশের এক উপ-পরিদর্শকসহ ছাত্রলীগ ও বিএনপির ছয়জন আহত হয়েছেন।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। এতে পুলিশের একজন কর্মকর্তা আহত হয়েছেন।
জানা যায়, হাতীবান্ধা উপজেলা বিএনপির দলীয় অফিস থেকে আলোচনা সভা শেষে নেতা-কর্মীদের নিয়ে মেডিকেল মোড় এলাকায় যাওয়ার চেষ্টা করেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। ছাত্রলীগের বাঁধার মুখে তিনি পিছু হটেন।
পরে পেছন থেকে ছাত্রলীগ ধাওয়া করলে বিএনপির নেতা-কর্মীরা পিছু হটে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ সড়কে অবস্থান নেন। সেখানেও বাধার মুখে পড়ে বিএনপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান অনেকটা বাধ্য হয়ে ওই এলাকা ত্যাগ করেন।
মুহূর্তের মধ্যে পুরো চিত্র পাল্টে যায়। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘুরে দাঁড়ান। ফলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া খেয়ে পিছু হটেন। এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক মহিদুল ইসলামসহ ছাত্রলীগ ও বিএনপির ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
+ There are no comments
Add yours