বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের স্কোয়াডে তাদের স্থলাভিষিক্ত হয়েছেন সৌম্য সরকার ও শরিফুল ইসলাম। বাদ গেছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আইসিসির নিয়ম অনুযায়ী, ১৫ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে দিতে হতো টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। এর একদিন আগেই শুক্রবার (১৪ অক্টোবর) নিজেদের চূড়ান্ত দল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠাল বিসিবি।
বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কাজী নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই— মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।
টি-টোয়েন্টির নেতৃত্ব পেয়ে তাকে দলে ফিরিছিলেন সাকিব আল হাসান। কিন্তু এশিয়া কাপ থেকে শুরু করে ত্রিদেশীয় সিরিজ; কোথাও অধিনায়কের প্রত্যাশা পূরণ করতে পারেননি সাইফউদ্দিন। ব্যাট করার খুব বেশি সুযোগ না পেলেও, বল হাতে সুযোগ পেয়েও করেছেন হতাশ।
অন্যদিকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নিয়মিত ওপেনারদের ব্যর্থতার কারণে ‘মেকশিফট’ ওপেনার হিসেবে দলে জায়গা পেয়েছিলেন সাব্বির রহমান। কিন্তু চার ম্যাচ খেলে একটিতেও নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেননি তিন বছর পর দলে ফেরা এ ব্যাটার। অনেক পরীক্ষা-নিরীক্ষা শেষেও টিম ম্যানেজমেন্ট সাফল্য না পেয়ে আবার নিয়মিত ওপেনারেই ফিরে গেছে।
আর এক বছর পর জাতীয় দলে ফিরে ত্রিদেশীয় সিরিজের দুটি ম্যাচ খেলেছেন সৌম্য। তবে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে অবদান রাখতে পারবেন এ বিবেচনায় তাকে ফেরানো হয়েছে মূল স্কোয়াডে। পাকিস্তানের বিপক্ষে যখন সাইফউদ্দিন বেশ খরুচে ছিলেন তখন এক ওভার বল করে মাত্র ৬ রান খরচায় তিনি তুলে নেন একটি উইকেট।
+ There are no comments
Add yours