ইউক্রেনে রাশিয়ার আর বড় কোনো হামলার পরিকল্পনা না থাকলেও যুদ্ধের জন্য কোনো অনুশোচনাও নেই মস্কোর।
কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ন্যাটোর সঙ্গে রাশিয়ার যে কোনো প্রত্যক্ষ সংঘর্ষ ‘বৈশ্বিক বিপর্যয়’ ডেকে আনবে বলেও সতর্ক করেন তিনি। এমন পরিস্থিতিতে সমঝোতার মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে আইএমএফ।
তবে ইউক্রেনকে ধ্বংস করা রাশিয়ার লক্ষ্য নয় উল্লেখ করে পুতিন জানালেন, ইউক্রেনে আর কোনো বড় হামলা চালাবে না রাশিয়া। তবে কিয়েভ সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখলে কৃষ্ণসাগরে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির মানবিক করিডোর বন্ধ করে দেবে মস্কো। কাজাখস্তানে ‘কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজরস ইন এশিয়া’র এক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন পুতিন।
সম্মেলনে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন ইস্যুতে ন্যাটোকে গুরুত্ব দিয়ে জার্মানি ভুল করেছে বলেও মন্তব্য করেন পুতিন।
এদিকে আগামী দুই সপ্তাহের মধ্যে আংশিক সেনা সমাবেশের আওতায় ৩ লাখ সেনা নিয়োগ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ২০২৩ সালের জুলাই মাসের মধ্যে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ক্রিমিয়ার কার্চ সেতু মেরামতকাজ শেষ করার নির্দেশ দিয়েছে রাশিয়া।
+ There are no comments
Add yours