ইডেনে সাংবাদিক প্রবেশ করানোর অভিযোগে কারণ দর্শানোর নোটিশ

Estimated read time 1 min read
Ad1

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল ও সংঘর্ষের ঘটনার সময় ক্যাম্পাসে সাংবাদিক প্রবেশ করানোর অভিযোগে কলেজ ছাত্রলীগের নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস প্রশাসন।

নোটিশ পাওয়া নেত্রীর নাম ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সদ্য স্থগিত কমিটির সহসভাপতি সুস্মিতা বাড়ৈ।

নোটিশে অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় ইডেন কলেজের ভেতরে সাংবাদিকদের আসতে দেওয়ায় তার সংশ্লিষ্টতা থাকার অভিযোগ এনে কেন আবাসিক হলের সিট বাতিল করা হবে না জানতে চেয়ে সন্তোষজনক লিখিত জবাব চাওয়া হয়েছে।

ইডেন মহিলা কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক নাজমুন নাহারের সই করা এ নোটিশে বলা হয়েছে, কলেজে গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে ও ২৫ সেপ্টেম্বর সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তের জন্য গঠিত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আপনার হলের সিট কেন বাতিল করা হবে না তার সন্তোষজনক লিখিত জবাব হল কর্তৃপক্ষের কাছে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।

তদন্ত কমিটির অভিযোগগুলো হলো—

>> ২৪ সেপ্টেম্বর রাতে কলেজের ২নং মূল গেটের তালা জোরপূর্বক খুলে কলেজ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সাংবাদিকদের কলেজে প্রবেশ করিয়েছেন।

>> ২৫ সেপ্টেম্বর ২নং ও ৩নং গেট দিয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সাংবাদিক কলেজে প্রবেশ করিয়েছেন।

>> একই দিন হল থেকে ছাত্রীদের বের হতে বাঁধা প্রদান করেছেন।

>> হলের দারোয়ানের কাছ থেকে চাবির গোছা নিয়ে ফেলে দিয়েছেন।

>> ছাত্রীরা অভিযোগ করেছেন, তাদের মোবাইল কেড়ে নিয়েছেন।

এসব বিষয়ে রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশনাও এতে দেওয়া হয়েছে।

তবে এসব বিষয়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই জানিয়ে সুস্মিতা বাড়ৈ বলেন, কলেজে সাংবাদিক প্রবেশ করানোর বিষয়ে আমার মোটেও সম্পৃক্ততা নেই। আমি কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছি। যে ঘটনার সাথে আমি সংশ্লিষ্ট নই সে বিষয়ে কিছু বলার নেই।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours