বিএনপিকে মাথা খারাপ না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন মাথা খারাপ করলে দলটি পেট্রোল বোমা নিয়ে নামতে পারে। এটা নিয়েও ভয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।
রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
‘আমরা বিএনপিকে বলব, আপনারা মাথাটা খারাপ করবেন না। আপনাদের মাথা যেন খারাপ না হয়। মাথা খারাপ করে আবার পেট্রোল বোমা নিয়ে নামবেন, আমরা তো এই ভয়ে ভুগছি। মাথা খারাপ করে আবার কবে জাতীয় পতাকা লাঠিসোটা নিয়ে নামবেন, আমরা সেই ভয়ে আছি। আমরা ভয় করি, আপনারা যখন আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান যুক্ত করেন। সেটা নিয়ে আপনাদের ভাবনা আছে? এটা তো দেশের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তার ব্যাপার আছে।’
তিনি বলেন, ‘বিএনপি গত কয়েক বছরে যেভাবে লোক সমাগম করেছে সে তুলনায় এটা ফ্লপ হয়ে গেছে- আমার মনে হয় এটা সঠিক নয়। আমরা শুধু তাদের বলি, শান্তিপূর্ণভাবে করেন। ঢাকায় আপনারা ১০ লাখ মানুষ বসান, আমরাও ৩০ লাখ বসাতে পারি। কিন্তু যানজটের কি অবস্থা হবে?’
+ There are no comments
Add yours