দেশে মূল্যস্ফীতি এখন অনেক বেশি জানিয়ে এ অবস্থা ভবিষ্যতে আরও খারাপ হতে পারে বলে দাবি করেছে খাদ্য অধিকার বাংলাদেশ নামে একটি সংগঠন।
রোববার (১৬ অক্টোবর) সকালে রাজধানী শাহবাগ মোড়ে ‘বিশ্ব খাদ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা থেকে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।
র্যালি শেষে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আনোয়ার হোসন, তরুণ প্রতিনিধি আরাফাত, নানজিবা ও খাদ্য অধিকার বাংলাদেশের সমন্বয়কারী কানিজ ফাতেমা বক্তব্য রাখেন।
এর আগে লিফলেট পাঠ করেন খাদ্য অধিকার বাংলাদেশ সচিবালয়ের কর্মী পাপেল কুমার সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী অনিরুদ্ধ রায়।
সংক্ষিপ্ত আলোচার শেষ দিকে খাদ্য অধিকার বাংলাদেশের পক্ষ বেশ কিছু সুপারিশ করা হয়। সুপারিশগুলো হলো- সামাজিক সুরক্ষা কর্মসূচিতে নতুন দরিদ্রদের অন্তর্ভুক্ত করা এবং কর্মসূচিতে আর্থিক ও খাদ্যপণ্যের বরাদ্দ বৃদ্ধি করা, খাদ্যপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক ও কাস্টমস ডিউটিসহ সব ধরনের শুল্ক তুলে দেওয়া, প্রান্তিক ও শ্রমজীবী এবং নিম্নবিত্ত মানুষ যাতে খেয়ে-পরে বাঁচতে পারে, সে জন্য চাল, আটাসহ সব নিত্যপণ্যের মূল্য কমানোর সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা, মূল্যের স্থিতিশীলতা ধরে রাখতে পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রে কঠোরভাবে বাজার তদারকি নিশ্চিত করা এবং দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ‘মূল্য কমিশন’ গঠনের জরুরি উদ্যোগ গ্রহণ করা।
কেবি২৪/৩০০৪২
+ There are no comments
Add yours