ইন্টারপোল সম্মেলনে অংশ নিতে ভারতে যাচ্ছেন আইজিপি

Estimated read time 1 min read
Ad1

আন্তর্জাতিক পুলিশ সংস্থা- ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলনে অংশ নিতে ভারত যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. শামীম হাসান।

সম্মেলনে চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইজিপি। ভারতের নয়াদিল্লিতে এ সম্মেলন ১৮ থেকে ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সম্মেলনে আইজিপি ছাড়া বাকি তিন পুলিশ কর্মকর্তারা হলেন- পুলিশ সদরদপ্তরের ডিআইজি (অপারেশন্স) মো. হায়দার আলী খান, পুলিশ সদরদপ্তরের এআইজি (এনসিবি) মোহাম্মদ এহসান সাত্তার ও আইজিপির স্টাফ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. আল-আমিন সরকার।

গত বছর ইন্টারপোলের ৮৯তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্কে। এ সম্মেলনে ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা নানা বিষয়ে নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন।

কেবি২৪/৩০০৮৮
নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours