
মুজিবুল্লাহ আহাদ রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামে রাঙ্গুনিয়া ৭ অাসনে এমপি করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের রাইখালী সোলতানিয়া মাদ্রাসা।
রোববার ১৮ অক্টোবর বাদে আছর বিশেষ এই দোয়া মাহফিলে মাদ্রাসার পরিচালক মাওলানা নুরুল আজিমের পরিচালনায় ও মোনাজাত করেন হাফেজ মাওঃ ছৈয়দ আলম, উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জনাব,আব্দুছ ছালাম তালুকদার, উপজেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, মাওঃ জামশেদ মাওঃ ইউনুছ, মাওঃআবুল কাছেম, মাওঃ সাইফুল্লাহ।
অংশ নেন মাদ্রাসার শতাধিক কোমলমতী ছাত্র। তথ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দাওয়াতে শেফা সহ মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।
গত ১৬ অক্টোবর শুক্রবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। পরে তাঁর করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে।
করোনায় আক্রান্ত হলেও ড. হাছান মাহমুদ শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানান তথ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন।
তার সুস্থতা কামনায় দোয়া মাহাফিল করেন সব জায়গায়।
+ There are no comments
Add yours