কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হলেন যারা

Estimated read time 0 min read
Ad1

কুড়িগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ৯ উপজেলায় ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছাঃ মাসুদা ডেইজী, ২ নং ওয়ার্ডে মোছাঃ শিউলী বেগম এবং ৩ নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আরমিন নাহার।

নির্বাচনে ৯টি ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ভুরুঙ্গামারী উপজেলায় মোঃ জহির উদ্দিন, নাগেশ্বরী উপজেলায় মোঃ একরামুল হক বুলবুল, ফুলবাড়ী উপজেলায় মোছাঃ মনোয়ারা বেগম, সদর উপজেলায় মোঃ মিনহাজুল ইসলাম আইয়ুব, রাজারহাট উপজেলায় মোঃ এনামুল হক, উলিপুর উপজেলায় মোঃ জুয়েল, চিলমারী উপজেলায় মোঃ জামিনুল হক, রৌমারী উপজেলায় মোঃ হারুনর রশিদ ও রাজিবপুর উপজেলায় মোঃ সোহেল সরকার।

এর আগে উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে নির্বাচন ছাড়াই কুড়িগ্রামে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত জেলার ৯টি উপজেলার ৯টি কেন্দ্রে বিরতীহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম জানান, ৯টি ওয়ার্ডে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৬ জন এবং ৩টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০জন। এর আগে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী মোঃ জাফর আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

৯টি উপজেলা, ৩টি পৌরসভা এবং ৭৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেয়র, ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্য মোট ১০১৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম রাকীব জানান, মোট ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নিরবিচ্ছিন্ন ভোট গ্রহণের জন্য আইনশৃংখলাসহ সকল ধরনের ব্যবস্থা করে নির্বাচন জেলা নির্বাচন কমিশন।

ইউনুস আলী

কুড়িগ্রাম প্রতিনিধি

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours