সিএনজিতে ঘুরে ঘুরে অপহরণ করতেন তারা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামে হাজারী গলি থেকে খোরশেদ আলম নামে এক ব্যক্তিকে অপহরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার চার ব্যক্তি হলেন- মোহাম্মদ জাহেদ আলম (১৮), মো. বেলাল হোসেন ইমন (১৮), মো. কাউছার (১৯) ও  মো. ইমন (১৮)।

সোমবার (১৭ অক্টোবর) তাদের হালিশহর থানার মুহুরি পাড়া—রঙ্গীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী খোরশেদ আলমকেও উদ্ধার করা হয়েছে।

পুলিশ বলছে, অপহরণকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে সিএনজিচালিত অটোরিকশা ভাড়ায় নিয়ে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। সাদাসিধে ধরনের পথচারীরা তাদের টার্গেট।

টার্গেটকে অপহরণ করে চক্রের সদস্যরা নিজেদের আস্তানায় নিয়ে যেতেন। পরে নারীদের সঙ্গে ভুক্তভোগীকে জড়িয়ে অশ্লীল ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করতেন অপহরণকারীরা।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চারজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, রোববার দুপুরে কোতোয়ালি থানার হাজারী গলির মুখে রাস্তার ওপর থেকে আসামিরা খোরশেদুল আলমকে অপহরণ করেন। অপহরণ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ২৪ হাজার টাকা বিকাশে দেওয়া হয়। এরপর পরিবারের সদস্যরা এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনায় জড়িত মো. কাউছার ও মো. ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। মনোয়ার ও ইয়াছমিন আক্তার মনি কৌশলে পালিয়েছেন। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours