২ মাস বেতনহীন, ধার করে চলছেন ৩০০০ কনস্টেবল

Estimated read time 1 min read
Ad1

গত দুই মাস ধরে বেতন না পাওয়া পুলিশ কনস্টেবলদের সংখ্যা প্রায় তিন হাজার। দুই মাস ধরে বেতন পাওয়া হচ্ছে না সদ্য যোগ এই পুলিশ কনস্টেবলদের।

২০২১ সালে তিন হাজার সদস্যকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশ করা হয়। ২০২২ সালের জুলাই ও আগস্টে ধাপে ধাপে দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিটে তারা যোগ দেন। কিন্তু এখন পর্যন্ত প্রথম দুই মাসের বেতন পাননি তারা। কিছু সংখ্যক সদস্যের বেতন ঢুকলেও অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত অধিকাংশই এক টাকাও পাননি।

জানা গেছে, আইবিএএস প্লাস প্লাস সফটওয়্যারের কারণে বেতন দিতে কিছুটা সমস্যা হচ্ছে। আশা করছি দ্রুত সমাধান হয়ে যাবে। পে ফিক্সেশনের কারণে বিলম্ব হচ্ছে। একসঙ্গে অনেক নিয়োগ, সবার ডেটা এন্ট্রি করতে সময় লাগছে। এ কারণে তাদের বেতন হতেও দেরি হচ্ছে।

২০২১ সালে তিন হাজার সদস্যকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের সুপারিশ করা হয়। ২০২২ সালের জুলাই ও আগস্টে ধাপে ধাপে দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিটে তারা যোগ দেন। কিন্তু এখন পর্যন্ত প্রথম দুই মাসের বেতন পাননি তারা। কিছু সংখ্যক সদস্যের বেতন ঢুকলেও অক্টোবরের ১৮ তারিখ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত অধিকাংশই এক টাকাও পাননি

কনস্টেবলরা যোগ দেওয়ার পর থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। এগুলো আবার বিভাগীয় হিসাব নিরীক্ষকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদরদপ্তরের উপ-কমিশনার (ডিসি) আবদুল ওয়ারিশ খবর বাংলাকে বলেন, বর্তমানে পুলিশ সদস্যদের বেতন ইএফটি’র (ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে হচ্ছে। এজন্য ব্যক্তিগত কিছু তথ্য ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সফটওয়্যারে (আইবিএএস) এন্ট্রি দিতে হয়। এন্ট্রি দেওয়ার প্রক্রিয়াটা ফলো করতে একটু সময় লাগে। আমাদের এখানে ৩৭৫ জনের মধ্যে প্রায় ২৭০ জনের কাজ শেষ। বাকিদের এ মাসের (অক্টোবর) মধ্যেই সমন্বয় হবে বলে আশা করছি।

পুলিশ বলছে, নিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের অনলাইনে জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর, বেতন নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, শিক্ষাগত সনদ, যোগদানপত্র, স্বাস্থ্যগত সনদ ইত্যাদির সফট কপি (পিডিএফ/জেপিইজি ফরমেট) আপলোড করতে হয়। এসব কাগজ (https://ibas.finance.gov.bd/) ওয়েবসাইটে দেওয়ার পর তার চূড়ান্ত অনুমোদন হয় এবং ইএফটি’র মাধ্যমে বেতন হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours