‘আরবি ভাষা দুনিয়া এবং আখিরাতের জ্ঞাণের চাবি’ — সুজন

Estimated read time 1 min read
Ad1

আরবি ভাষা দুনিয়া এবং আখিরাতের জ্ঞাণের চাবি বলে মত প্রকাশ করেছেন দারুল উলুম মাদরাসা গর্ভনিং বডির সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন।

আজ বুধবার (১৯ অক্টোবর ২০২২ইং) সকালে দারুল উলূম কামিল মাদরাসায় আরবি ভাষা শিক্ষা শর্ট কোর্স উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন সুজন।

এসময় তিনি বলেন আরবি ভাষা একটি বহুল ব্যবহৃত ভাষা। বর্তমান বিশ্বে প্রচলিত ভাষাগুলোর মধ্যে আরবি ভাষার অবস্থান ষষ্ঠ নম্বরে। পৃথিবীর প্রায় ৪৫ কোটি মানুষ আরবি ভাষায় কথা বলে। যার মধ্যে প্রধানত সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলো উল্লেখযোগ্য। গোটা পৃথিবীতে বর্তমানে ২২টি দেশের রাষ্ট্রভাষা আরবি। আরব রাষ্ট্র ছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে অতি গুরুত্বের সাথে এ ভাষার চর্চা হয়।

আরবি ভাষার যেমন রয়েছে ধর্মীয় গুরুত্ব তেমনি রয়েছে বৈষয়িক গুরুত্ব। আরবি ভাষা এখন শুধু কোরআনের ভাষা নয়, অর্থনৈতিক বিবেচনায় আরবি ভাষা বাংলাদেশের জন্যও অতি গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতির অন্যতম শক্তি ধরা হয় আমাদের রেমিট্যান্সকে। এ দেশের শতকরা ৮০ ভাগেরও বেশি বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স আসে সৌদি আরবসহ আরবি ভাষাভাষী দেশ থেকে।

প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ আরবদেশগুলোতে পাড়ি জমাচ্ছে। কিন্তু পেশাগতভাবে আরবি ভাষায় দক্ষ না হওয়ায় তারা সঠিক বেতনভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই এ ভাষার বহুমূখী গুণাবলী রয়েছে বলেও অভিমত সুজনের। তিনি আরো বলেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আরবি ভাষা ছাড়া কোনো বিকল্প নেই।

আরবি ভাষা ইসলামি জ্ঞানচর্চা ও মুসলিম সমাজ-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ইসলামের যে কোনো বিধান আবিষ্কার করতে হলে আরবি ভাষা জানতে হবে। কোরআন ও হাদিসের সঠিক মর্ম বের করতে হলেও আরবি ভাষা জানা অবশ্যই প্রয়োজন। তাই ইসলামের সব বিষয়ে যথার্থ জ্ঞান অর্জনের তাগিদে তথা ধর্মীয় প্রয়োজনে আরবি ভাষা শিক্ষা একান্তই জরুরি।

এছাড়া যারা আরবি শিক্ষা অর্জন করবে তারা দুনিয়া এবং আখিরাতে ভালো ফল অর্জন করবে। শিক্ষার্থীদের আরবি ভাষা শিক্ষার উপর গুরুত্বারোপ করে পরবর্তীতে মাদরাসায় ইংরেজী, ফারসিসহ অন্যান্য প্রয়োজনীয় ভাষা শিক্ষা কোর্স চালু করার আশাবাদ ব্যক্ত করেন খোরশেদ আলম সুজন।

মাদরাসা অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাদ্দিস মাওলানা আহমদুর রহমান নদভী, আরবি প্রভাষক সাইফুল্লাহ খালেদ প্রমূখ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours