চট্টগ্রামের হাটহাজারীতে স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার দায়ে শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে (২৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক হালিমুল্লাহ চৌধুরী দ্বারা এ রায় ঘোষণা হয়।
বুধবার (১৯ অক্টোবর) এই রায় ঘোষণা করা হয়।
মামলার অপর দুই আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্নার বাবা শাহজাহান সিরাজ ও মা নিগার সুলতানার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন বলেন, আদালত শাহনেওয়াজ সিরাজ মুন্নাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মামলার অপর দুই আসামি শাহনেওয়াজ সিরাজ ও নিগার সুলতানাকে খালাস দেওয়ায় দুই আসামির বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।
প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর মামলার প্রধান আসামি শাহনেওয়াজ সিরাজ মুন্না অষ্টম শ্রেণির ছাত্রীকে পৌর এলাকার ফটিকা শাহজালাল পাড়া সালাম ম্যানশনের দ্বিতীয় তলা থেকে অপহরণ করে একই ভবনের চতুর্থ তলার ভাড়া বাসায় যান। সেখানে আসামি মুন্না স্কুলছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করে।
+ There are no comments
Add yours