চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ের লার্জ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর এবং বিএসটিআই কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, কোন রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ এবং ওষুধ আইন, ১৯৪০ অনুযায়ী মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসক মমিনুর রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে যে বা যারা এভাবে বিদেশি প্রসাধনী সামগ্রী, শিশুখাদ্য ও ওষুধ আমদানি বা বিক্রি করে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।
+ There are no comments
Add yours