অবৈধভাবে মজুদকৃত ১৫ হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার

Estimated read time 0 min read
Ad1

ফটিকছড়ির কাঞ্চন নগরে সৌদি প্রবাসী মুহাম্মদ নেজামের বিলাস বহুল বাড়ি থেকে অবৈধ ভাবে মজুদকৃত প্রায় ১৫ হাজার লিটার সয়াবিন তেল আটক করেছে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

কন্টেইনার গাড়ির সহকারী আটককৃত নিজামের দেয়া তথ্যমতে ২২ অক্টোবর শনিবার ভোর ৬ টায় পুলিশ ফটিকছড়িতে অভিযান চালিয়ে ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পাকা ভবনের দ্বিতল বাড়ির বিভিন্ন কক্ষে সংরক্ষণ করা ৮৪০ কার্টন সয়াবিন তেল জব্দ করে। যার বাজার মূল্য ৩২ লক্ষ টাকা।

এ ব্যাপারে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার এস. আই ও ঘটনার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান জব্দকরা তেলগুলো টিসিবির পন্য হিসেবে কন্টেনারে করে ১৮ অক্টোবর নারায়ণগঞ্জের ফ্যাক্টরি থেকে ময়মনসিংহ যাচ্ছিল। তেল ভর্তি তিনটি গাড়ীর মধ্যে দুটি গাড়ি পরদিন গন্তব্যেস্হলে পৌছলেও একটি গাড়ি ফটিকছড়ির কাঞ্চন নগরে চলে আসে।

মামলার বাদী আরিফ জানান, তেল ভর্তি তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি ময়মনসিংহ না পৌছায় বিভিন্নভাবে খোঁজ নিয়েছি। হদিস না পেয়ে ৩ দিন পর থানায় মামলা করি।

এ বিষয়ে জানতে ভবন মালিক নেজামের ছোট ভাই আরমানকে খুঁজে পাওয়া যায়নি। তবে তার বড় বোন জানান তেলের কার্টনগুলো তার স্বামী ওসমান ২/৩ দিন আগে গাড়ি করে নিয়ে এসে বাড়িতে সংরক্ষন করে। সে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানেনা বলে জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours