রাজধানীর উত্তরা থেকে চোর চক্রের ৩ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে উত্তরা ৭নং সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের মাস্কট প্লাজার সামনে থেকে এক যাত্রীর মোবাইল চুরি করতে গেলে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আটককৃতরা হলেন- রহমত উল্লাহ হাওলাদার (২৬), সজল হালদার (২৬) ও অন্তর হাসান সজীব (২৭)।
রোববার (২৩ অক্টোবর) সকাল উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তাররা প্রত্যেকেই দিনে চাকরি করতেন। আর রাত হলেই চুরি করতে রাস্তায় নামতেন। গ্রেপ্তারদের মধ্যে সজল গাড়ি চালক, সজীব গার্মেন্টস শ্রমিক ও জীবন সেনিটারি মিস্ত্রি। তারা তিনজনেই রাতে চুরি করতেন। তাদের মূল টার্গেট বাসের যাত্রীরা। তাদের একজন যাত্রীকে ধাক্কা দিয়ে ইচ্ছে করে ঝগড়া শুরু করতেন। এই ফাঁকে অপর দুইজন যাত্রীর পকেটে থাকা মোবাইল হাতিয়ে নিতেন।
ওসি বলেন, এর আগেও তারা একাধিকবার গ্রেপ্তার হয়, জেলও খাটে। মাত্র ২৫ দিন আগেই জেল থেকে বের হয় তারা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
+ There are no comments
Add yours