ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। আজ রবিবার (২৩ অক্টোবর ২০২২ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নগরবাসীর প্রতি এ অনুরোধ জানান।
এসময় তিনি বলেন, বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি যেকোন মূহুর্তে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে মর্মে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
২৪ অক্টোবর (সোমবার) দিবাগত রাত থেকে ২৫ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তাই উপকূলীয় এলাকার জনসাধারণকে সর্বোচ্চ সতর্ক থাকার অনুরোধ জানান তিনি। ইতিমধ্যে সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ঘুর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি শুরু করেছে।
পাশাপাশি জনসাধারণকেও এ মূহুর্তে সচেতন হতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। বিশেষ করে উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার অনুরোধ জানান তিনি। সাথে সাথে শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের আগেভাগে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়ার আহবান সুজনের। এছাড়া আশ্রয়কেন্দ্রে আসার পূর্বে টর্চ লাইট, মোমবাতি, দিয়াশলাই, যতটুকু সম্ভব শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় আঘাত হানার সাথে সাথে উপকূলের নিচু এলাকা প্লাবিত হতে পারে তাই নিজেদের জান-মাল রক্ষার্থে দেরি না করে আশ্রয়কেন্দ্রে অবস্থান গ্রহণ করা উচিত। পাশাপাশি ঘূর্ণিঝড় পরবর্তী স্বাভাবিক জীবন ধারা ব্যহত হওয়ার শংকা থাকে বিধায় মানসিক প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান সুজন।
এছাড়া কালবিলম্ব না করে উপকূলীয় আশ্রয়কেন্দ্রসমূহ প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকটও অনুরোধ জানান সুজন। ঘুর্ণিঝড় শুরু হওয়ার সাথে সাথে জনগনের নিরাপত্তা রক্ষায় বিদ্যুত সরবরাহ বিঘ্নিত হতে পারে। তাই চার্জ লাইট, টর্চ লাইট ও মোবাইলে পর্যাপ্ত চার্জ রাখার আহবান জানান তিনি। পাশাপাশি ওরস্যালাইন, নাপা, প্যারাসিটামলসহ প্রয়োজনীয় ওষুধপত্র সংগ্রহে রাখার অনুরোধ জানান তিনি।
তাছাড়া গবাদি পশুদের ও নিরাপদ স্থানে সরিয়ে রাখার আহবান জানান তিনি। উপকূলীয় এলাকার কাছাকাছি অবস্থানরত রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীদের সর্বোচ্চ সতর্ক থেকে জনগনকে সহযোগিতা করার আহবান জানান সুজন। পবিত্র ওমরাহ আদায়ের জন্য খোরশেদ আলম সুজন আজ সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে মদিনা শরীফের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
তিনি আগামীকাল মদিনা শরীফে মহান আল্লাহতায়ালার দরবারে ঘুর্ণিঝড় সিত্রাং এর কবল থেকে দেশের সর্বস্তরের মানুষকে রক্ষায় দোয়া ও মোনাজাত করবেন। তিনিও সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
+ There are no comments
Add yours