দ্রুত চার উইকেট খোয়ানোর পর কলিন অ্যাকারম্যান আর স্কট অ্যাডওয়ার্ডস মিলে জুটি দাঁড় করিয়ে ফেলেছিলেন। তাতে বাংলাদেশও পড়ে গিয়েছিল খানিকটা অস্বস্তিতে। প্রথম ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাসকিন আহমেদ দ্বিতীয় ইনিংশের শুরুটা করে দিয়েছিলেন। এরপর টানা দুই রান আউটে নেদারল্যান্ডসের কাজটা আরও কঠিন করে তুলেছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরেছেন অধিনায়ক সাকিব। ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বেছে নেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
ওপেনাররা ভালো একটা শুরুই এনে দিয়েছিলেন বাংলাদেশকে। তবে পরের ব্যাটারদের ব্যর্থতায় বড় রূপ পেল না। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তাই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঝারি পুঁজি পেয়েছে সাকিব আল হাসানের দল।
ব্যাট হাতে নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৪৪ রান। দলের হয়ে এদিন ব্যাট হাতে কেবল রান করেছেন নাজমুল হোসেন শান্ত এবং আফিফ হোসেন। শান্ত ২৫ এবং আফিফ করেছেন ৩৮ রান।
ভালো শুরুর পরও বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ।
+ There are no comments
Add yours