সিত্রাং নামের এই ঘূর্ণিঝড়টির কেন্দ্র মঙ্গলবার ভোরবেলা বাংলাদেশের কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকা দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে বলে জানাচ্ছেন আবহাওয়া কর্মকর্তারা।
আবহাওয়া বিভাগ সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বাংলাদেশে। সকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাতেও।
এছাড়া তেরটি জেলা ও জেলাগুলো সংলগ্ন দ্বীপগুলোকে ৭ নম্বর বিপদসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলাগুলো হচ্ছে:
- সাতক্ষীরা
- খুলনা
- বাগেরহাট
- ঝালকাঠি
- পিরোজপুর
- বরগুনা
- পটুয়াখালী
- ভোলা
- বরিশাল
- লক্ষ্মীপুর
- চাঁদপুর
- নোয়াখালী
- ফেনী
এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশালের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে অভ্যন্তরীণ নৌরুটের সব ধরণের যানবাহন চলাচল। মাছ ধরা ট্রলারগুলোকে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে। মঙ্গলবার বাতিল করা হয়েছে সব ধরণের পাবলিক পরীক্ষা। এরই মধ্যে পনেরটি জেলায় জরুরীভাবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান একটি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, সরকারিভাবে সাত হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
+ There are no comments
Add yours