যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনাক। প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট প্রধানমন্ত্রিত্বের প্রতিযোগিতা থেকে বাদ পড়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছে।
লিজ ট্রাস পদত্যাগ করার পর থেকে পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার আলোচনায় উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের নামও। তবে রোববার (২৩ অক্টোবর) সন্ধ্যায় হঠাৎ করেই কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াই থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তিনি।
সমর্থন নিশ্চিত করতে না পারায় ছিটকে গেছেন আরেক প্রতিদ্বন্দ্বী পেনি মর্ডান্ট। ফলে প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চিত হয়ে গেছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের।
+ There are no comments
Add yours