চট্টগ্রাম বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের ফিল্ড টেস্ট চলাকালে মো. সেকেন্দার অনিক নামে এক দালালকে আটক করে ১ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযুক্ত চালককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার্থী হিসেবে পরিচয় দেন। তবে তার বিপরীতে কোন ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
সোমবার (২৪ অক্টোবর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ দণ্ড দেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. ফারুক বলেন, এদের(দালাল) উৎপাতে আমরা অতিষ্ঠ। এ রকম অভিযান পরিচালনা করা হলে সেবা প্রার্থী ও আমরা উপকৃত হব।
+ There are no comments
Add yours