জামালপুরের মর্মান্তিক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৩ জনের মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

Estimated read time 1 min read
Ad1

গতকাল ২৪ অক্টোবর সোমবার রাত ৮.০০ টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন গোলাবাড়ী এলাকায়, জেলা পুলিশ জামালপুরের জামালপুর থানাধীন নারায়নপুর তদন্তকেন্দ্রে কর্মরত তিন পুলিশ সদস্য সরকারি দ্বায়িত্ব পালনের নিমিত্তে ঢাকা থেকে কর্মস্থলে ফেরার পথে পিকআপ এর সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

ঘটনায় নিহত পুলিশ সদস্যরা দুই মামলার ডিএনএ টেস্টের বিষয়ে ঢাকার সিআইডি ল্যাবে গিয়েছিলেন। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তাদের বহনকারী মাইক্রোবাসের সাথে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই কনস্টেবল/৮৪৩ মোঃ নুরুল ইসলাম (৪০) পিতাঃ মৃত- আবুবকর সিদ্দিক, গ্রাম+ডাকঘরঃ দাপুনিয়া, থানা কোতোয়ালি, জেলাঃ ময়মনসিংহ মারা যান।

অপর দুই সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর কনস্টেবল/ ৬০৯ মোঃ সোহেল রানা(২৮), পিতাঃ মোঃ তোফাজ্জল হোসেন, গ্রাম+ডাকঘরঃ সিংগুরিয়া, থানা ঘাটাইল, জেলাঃ টাঙ্গাইল কে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এসআই আজিজুল হক চিকিৎসাধীন আছেন।

এদিকে সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্যের অকাল মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে বাংলাদেশ পুলিশ সদস্যরা যে জীবন উৎসর্গ করে পেশাগত দায়িত্ব পালন করেন তার কথা প্রধানমন্ত্রী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, দেবদাস ভট্টাচার্য, বিপিএম, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours