ফরিদপুরের ভাঙ্গায় সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে পার্কিং করে রাখা দুটি বাসের ওপরে একটি বিশাল আকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে।
ওই দুটি বাসের ভেতরে কোনো যাত্রী ছিল না। দুইজন হেলপার থাকলেও তারা নিরাপদে বের হতে পারায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভা প্রান্তের প্রবেশ মুখের কাছে স্থানীয় রুটে চলাচলকারী বাসগুলো পার্কিং করে রাখা হয়। গত রাতেও বাস পার্কিং করা ছিল।
রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে থাকা বিশাল একটি বিলবোর্ড ঝড়ো বাতাসে ভেঙে পড়ে।
ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জোবায়ের জাকির বলেন, অপরিকল্পিত এবং গোড়ায় দুর্বল থাকায় ওই বিলবোর্ডটি ভেঙে গেছে। ভাগ্য ভালো যে দিনের বেলা এ ঘটনা ঘটেনি।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই হাইওয়ে পুলিশকে নির্দেশনা দিয়েছি। বিষয়টি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এমনটাই আশা করি। আমি নিজেও এসব ঝুঁকিপূর্ণ বিলবোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
+ There are no comments
Add yours