
মাহবুবুর রহমান জিলানী,স্টাফ রিপোর্টার
গতকাল বৃহস্পতিবার সকালে ব্র্যাক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি এবং আরবান ডেভেলপমেন্টের উদ্যোগে লিগ্যাল এইড ক্যাম্পে বিনামূল্যে আইন সহায়তা উপলক্ষে টঙ্গীর এরশাদ নগর মজিদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্র্যাক মনিটরিং অফিসার ফয়সাল খান সঞ্চালনায় সার্ভিস সেন্টার ম্যানেজার মো রিয়াজ উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো ফারুক হোসেন, প্রধান আলোচক মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো সেলিম রেজা। প্রকল্প পরিচালক মকলেছুর রহমান ভূইয়া, প্রধানমন্ত্রীর পদক প্রাপ্ত ক্রীড়াবীদ বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান,বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা মুফতী কামাল উদ্দিন, ৪৯ নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফিরুজা পারভীন হ্যাপী, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির জেলা ব্যবস্থাপক নিয়ামুল বাশির,লিগ্যাল কো-অর্ডিনেটর
এডভোকেট শেখ আহমেদুল কায়সার, মুফতী কাজী আরমান হোসাইন,রিমা, সম্পা ঝুমুর প্রমুখ।
বক্তৃতারা বলেন, ব্র্যাক সেবাকেন্দ্র খরতৈল বাজার সংলগ্ন অফিসে আইন সহায়তা ও আইন বিষয়ে বিনা পয়সা পরামর্শ প্রদান করা হয়। আমাদের সেন্টারে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে চিকিৎসা দেওয়া হয়। বিনা মূল্যে ঔষধ দেওয়া হয়। বাংলাদেশে প্রায় ৬১ টি জেলায় ব্যাকের এই কর্মসূচির ৪২৩ টি আইন সহায়তা কেন্দ্র রয়েছে। এ পর্যন্ত ৪.২৯ মিলিয়ন মানুষের কাছে কর্মসূচি তার সেবা পৌঁছে দিয়েছে।
মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। নারী ও শিশু নির্যাতন বন্ধে সকল পেসার মানুষ সোচ্চার হতে হবে।
+ There are no comments
Add yours