নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর অঞ্চলের রোহিঙ্গা আশ্রয়ণকেন্দ্র থেকে এক কিশোরীকে ৩০ হাজার টাকায় কিনে এনে স্ত্রী পরিচয়ে চার মাস আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী কিশোরী ৩ জনের বিরুদ্ধে সুবর্ণচর উপজেলার চর জব্বর থানায় একটি মামলা দায়ের করেন।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মো. মহি উদ্দিন চৌধুরী ও ইউপি সদস্য মো. নুর আলমের সহায়তায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
গত ৪ মাস আগে দালালের মাধ্যমে ওই কিশোরীকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩০ হাজার টাকার বিনিময়ে কিনে সুবর্ণচরে নিয়ে আসেন এক যুবক। পরে উপজেলার খাসেরহাট রাস্তার মাথা এলাকার একটি বাড়িতে স্ত্রী পরিচয়ে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়।
একদিন ওই যুবক বাড়িতে না থাকায় তার অপর সহযোগীও কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পারলে কিশোরীকে একা রেখে পালিয়ে যান তারা। পরে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন স্থানীয়রা।
+ There are no comments
Add yours