
রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিভাগীয় সমাবেশ চলাকালীন সময়ে দিনাজপুর কাহারোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সমাবেশ চলাকালীন সময়ে শনিবার দুপুরের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোস্তাফিজুর রহমান। এ সময় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন এই তথ্য নিশ্চিত করেছেন।
কাহারোল উপজেলার বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বলেন, আজ সকালে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেন মোস্তাফিজুর রহমান। বিকেল পৌনে ৪টার দিকে তিনি স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
+ There are no comments
Add yours