দেশে জঙ্গিবাদের চর্চা পুরোপুরি বন্ধ হয়নি

Estimated read time 1 min read
Ad1

অনেক দেশে উন্নত পুলিশিং ব্যবস্থা থাকার পরও জঙ্গিবাদ দমনে সফল হতে পারছে না জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, তবে বাংলাদেশ এক্ষেত্রে সফল। জঙ্গিবাদ আর আগের মতো মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। যদিও জঙ্গিবাদের চর্চা বিভিন্ন কারণে দেশে পুরোপুরি বন্ধ হয়নি।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ এ এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

তিনি বলেন, জনগণ ও পুলিশি অ্যাকশনের কারণে জঙ্গিবাদ কখনো কখনো শান্ত হয়ে যায়। আবার কিছু দিন পর আবার জঙ্গিবাদ চর্চা শুরু হয়। আমাদের সাইবার ওয়ার্ল্ডে মনিটরিং চলছে। আমাদের বাসাভাড়া নিয়ে তথ্য সংরক্ষণ করা হচ্ছে। ভাড়াটিয়া তথ্যের ভিত্তিতেই জঙ্গিদের আমরা শনাক্ত ও আইনের আওতায় নিয়ে আসছি।

পুলিশ ও সাংবাদিক একে অপরের বন্ধু ও পরিপূরক দাবি করে নবনিযুক্ত কমিশনার বলেন, সত্যের সন্ধানে কাজ করে পুলিশ ও সাংবাদিক। জঙ্গিবাদ বলেন আর সন্ত্রাসবাদ বলেন, তথ্য আদান-প্রদান পারস্পরিক মিথস্ক্রিয়া, পারস্পরিক শ্রদ্ধা-সহযোগিতার মাধ্যমে আমরা যেকোনো সমস্যা মোকাবিলা করতে পারব। ভবিষ্যতে আশবাদী সবার সহযোগিতায় দুই কোটির নগরবাসীকে নিরাপত্তা দিতে পারব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours