বৃষ্টি বাঁধার পরে ব্যাটে নেমেই যেন টাইগার ব্যাটারদের ভিন্ন চিত্র।
ইনিংসের ১২তম ওভার এবং ১৩তম ওভারে, শেষ ১২ বলে ৪ উইকেট হারিয়েছে সাকিবের দল। দ্রুত ৪ উইকেট হারানোয় ম্যাচ থেকেই এক প্রকার চিটকে গেলো বাংলাদেশ।
টানটান উত্তেজনার মধ্যে অ্যাডিলেইডের ভারত-বাংলাদেশ লড়াইয়ে শেষমেশ শক্তিশালী প্রতিবেশিদের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও তীরে এসে তরী ডুবে গেল বাংলাদেশ।
সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ রানের স্বস্তির জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারত।
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ২০ রানের। প্রথম বলে সিঙ্গেল নিয়ে সোহানকে স্ট্রাইক দেন তাসকিন। দ্বিতীয় বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচটা আরও জমিয়ে দেন উইকেটকিপার ব্যাটার। তবে শেষমেশ আর পারলেন না। পাঁচ রানে হেরেছে বাংলাদেশ।
এর আগে বৃষ্টি শেষে খেলতে নেমে শুরুতেই লিটন দাস ২৭ বলে ৬০ রান করে রান আউটে কাটা পড়ে বিদায় নেন।
ইনিংস বড় করার চেষ্টা করলেও পারেননি শান্ত। ২৫ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার। এরপরই শুরু হয় টাইগারদের ব্যাটিং বিপর্যয়।
১২তম ওভারে পেসার আর্শদ্বীপের ওভারে ফিরে যান আফিফ হোসেন এবং সাকিব আল হাসান। সে সময় বাংলাদেশের সংগ্রহ ১০১ রানে ৪ উইকেট।
ম্যাচ জিততে বাংলাদেশের প্রয়োজন ২৪ বলে ৫০ রান। তবে পরের ওভারে আবারো টাইগার শিবিরে জোড়া আঘাত উপহার দেন হার্দিক পান্ডিয়া। তুলে নেন ইয়াসির রাব্বি এবং মোসাদ্দেক সৈকতের উইকেট।
+ There are no comments
Add yours