
হবিগঞ্জের লাখাইয়ে রাস্তা নিয়ে বিরোধের কারণে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ইসাক মিয়া (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বামৈ গ্রামে এ সংঘর্ষে আহত হয়েছেন আরো ১৫ জন।
বামৈ পুর্ব গ্রামের শের আলী মেম্বার ও শাহ আলম গোলাপের মধ্যে রাস্তা নিয়ে বিরোধের জেরে শুক্রবার দুপুরে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়।
এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ইসাক মিয়া গুরুতর আহত হন। পরে তাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নুনু মিয়া জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours